হাবিপ্রবি প্রতিনিধিঃ দেখার কেউ নেই সমালোচনায় আছে অনেক। ক্যাম্পাসটি সবুজ হলেও সবুজ মনের অধিকারী মানুষের বড় অভাব বলছি হাবিপ্রবি নিয়ে যাকে আমরা উত্তর বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামেই চিনি। কি হল বিদ্যাপীঠটির ? ভিসি চলে যায় রাতের অন্ধকারে, পরীক্ষার দাবিতে রাস্তায় নামতে হয় শিক্ষার্থীদের। সমাধান না দিয়ে দায়সারা কথা বলে যায় নির্লজ্জ প্রশাসন। প্রশাসনের কাজ সমস্যার সমাধান করা দায় সারা কথা বলা নয়।
স্বাস্থ্য বিধি মেনে যেখানে পৃথিবী সচল সেখানে হাবিপ্রবিতে বড়ই অনীহা। শিক্ষার্থীদের দাবি স্বাস্থ্য বিধি মেনে দ্রুত সচল হোক সকল কার্যক্রম।