দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক জানান
দিনাজপুর (সদর) পৌরসভা
সৈয়দ জাহাঙ্গীর আলম (ধানের শীষ) পান ৪৪ হাজার ৯৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের রাশেদ পারভেজ (নৌকা) পান ২৪হাজার ২৬২ ভোট। অপর ৩ প্রার্থী জাতীয় পার্টি প্রার্থী আহমেদ শফি রুবেল (লাঙ্গল) ৩ হাজার ৪৫৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাবিবুর রহমান রানা (হাতপাখা) ৫৭৩ ভোট এবং সিপিবি সমর্থিত এ্যাডঃ মেহেরুল ইসলাম (কাস্তে) পান ৪৭২ ভোট।
বীরগঞ্জ পৌরসভা
বীরগঞ্জ পৌরসভার নির্বাচনে ৩৯৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুল (মোবাইল ফোন প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নুর ইসলাম নুর পেয়েছেন ৩৯৪৬ ভোট, সাবেক মেয়র মোহাম্মদ হানিফ (জগ প্রতীক) পেয়েছেন ২৯০০ ভোট, বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী মোকাররম হোসেন পলাশ পেয়েছেন ৯৯৮ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ আলম হাতপাখা প্রতীক পেয়েছেন ২৬৬ ভোট।
বিরামপুর পৌরসভা
বিরামপুর পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আক্কাস আলী (নৌকা) পান ১৫ হাজার ৩৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতনন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার (নারিকেল গাছ) পান ৮ হাজার ৬৮৬ ভোট। নির্বাচনে অপর ২ প্রার্থী বিএনপির প্রার্থী হুমায়ুন কবির (ধানের শীষ) পান ১ হাজার ৮৩৬ এবং বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আজাদুল ইসলাম (মোবাইল) পান ১ হাজার ৩৯৫ ভোট।