ডোনাল্ড ট্রাম্প এমন একটি নাম যার কাজই ইতিহাস সৃষ্টি করা সেটা ভালো আর খারপ জাই হোক না কেন। মার্কিন ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট যে কিনা ক্ষমতা থাকে কালে দুবার অভিশংসিত মুখোমুখি হল। যদিও প্রথমবার উচ্চ কক্ষে তা হালে পানি পায়নি তবে এবার দেখার বিষয় শেষপর্যন্ত কি হয়।
