সুখবর- সুখবর- সুখবর
সন্মানিত এলাকাবাসী, স্বাস্থ্যই সুখের মূল। প্রতিদিন পরিমিত দৌড়ান মন ও শরীর সুস্থ রাখুন
এই স্লোগানকে সামনে রেখে আপনাদের অত্যন্ত আনন্দের সহিত জানানো যাচ্ছে যে, প্রয়াত লক্ষীন্দ্র নাথ রায় স্মরণে আগামী ৮ জানুয়ারী ২০২১ ইং রোজ শুক্রবার দ্বিতীয়বারের মত সাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন হতে, দ্বিতীয়-লক্ষীন্দ্র নাথ রায় মেমোরিয়াল ম্যারাথন রেস-২০২১ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত ম্যারাথন রেসে অংশ গ্রহন করার জন্য আগ্রহী ব্যক্তিদের কে আগামী ৫ জানুয়ারী ২০২১ ইং তারিখের এর মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে।
করোনাকে ভয় নয়, স্বাস্থ্যবিধি মেনে একে করতে হবে জয়
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন
শ্যামাকান্ত দেবশর্ম্মা
প্রভাষক (পরিসংখ্যান), ধুকুরঝাড়ী কলেজ, বিরল, দিনাজপুর।
মোবাইল: ০১৭১৫৬১৮৬০২
আহবায়ক
দ্বিতীয়-লক্ষীন্দ্র নাথ রায় মেমোরিয়াল ম্যারাথন রেস-২০২১ ইং
প্রদীপ এন্ড সোনা রায় ফাউন্ডেশন, সাহাপুর, কাহারোল, দিনাজপুর।
ও
অনিমেশ দেব, বুলিয়াবাজার, কাহারোল, দিনাজপুর।
মোবাইল: ০১৭৩৭৪৫৫৯৬২
বিস্তারিত জানার জন্য ভিজিট করুনঃ www.roysfoundation.org