সুধী,
অত্র এলাকার আলোকিত মানুষ গড়ার অগ্রপ্রথিক প্রয়াত লক্ষীন্দ্র নাথ রায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আগামী ১৪ ই অক্টোবর ২০২০ ইং। দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ রাখতে, “লক্ষীন্দ্র নাথ রায় মেমোরিয়াল লাইব্রেরী-১” এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন-তাঁর সহধর্মিণী মীনা রাণী রায়, শিক্ষিকা (অবঃ), সাহাপুর সরকারী প্রথমিক বিদ্যালয় ও স্বরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাঁর কর্মযোগ্যের বিশ্বস্ত সহযোদ্ধা সমরাজ দেবশর্মা, প্রধান শিক্ষক, (অবঃ), ছাতইল সরকারী প্রথমিক বিদ্যালয়)। বিতরণ করা হবে খাদ্য ও বস্ত্র।
আপনার উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদ সহ
শ্যামাকান্ত দেবশর্মা
আহবায়ক
আয়োজক কমিটি
প্রদীপ এন্ড সোনা রায় ফাউন্ডেশন
সাহাপুর, কাহারোল, দিনাজপুর।
সময়ঃ দুপুর ১.০০ টা
বিস্তারিত জানার জন্য ভিজিট করুনঃ www.roysfoundation.org